নেত্রকোণায় নৌকার ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে একজনের প্রাণহানি
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পেচিঁয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের আব্দুর সোবহানের ছেলে মো: হানিফ মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। নৌকাতে বাঁশবোঝাই করে তাহিরপুর যাওয়ার পথে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে বিরোতি নেন। পরে নৌকা ছেড়ে যাওয়ার সময় আজ বুধবার সকালে নৌকায় থাকা অপর ব্যক্তি ইঞ্জিন চালিয়ে দিলে হানিফের লুঙ্গিতে পেচিঁয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরীর লেপসিয়া নৌকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। পরে উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft