বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ এএম

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

আহত পুলিশ সদস্যের নাম বাবর আলী। তিনি বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব-ইনস্পেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত। অভিযুক্ত মাদক ব্যবসায়ী রিয়াদ শহরের রহমান নগর এলাকার সালামের ছেলে রিয়াদ (২৫)। এর আগে রিয়াদকে আধুনিক বার্মিজ চাকু এবং চাইনিজ একটি কুড়ালসহ আটক করে চালান দিয়েছিল পুলিশ।

বনানী পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে রোববার সন্ধ্যা ৭টার দিকে একজন কনস্টেবলকে সাথে নিয়ে শহরে রহমান নগর এলাকার রিয়াদ নামের এক মাদক ব্যবসায়িকে আটক করতে যায় বনানী ফাঁড়ি পুলিশের এটিএসআই বাবর আলী।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ২২ লাখ টাকার গাঁজা উদ্ধার, আটক ৩

এ সময় মাদক ব্যবসায়ী রিয়াদকে পুলিশ আটক করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করেছে আসামি।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, রিয়াদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এলাকায়। পরে জামিনে বের হয়ে এসে আবারো এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিচ্ছিল। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত পুলিশ সদস্য বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft