১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম

তিন দফা দাবি আদায়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।

বেলা ১১টার দিকে ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, এ বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সব ধরনের শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা বসে আছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার আহ্বায়ক শিক্ষিকা মনোয়ারা বেগম, সদস্য সচিব শিক্ষক এস এম রজান, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন প্রমুখ।

ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী বলেন,‘আজ আমাদের বাংলা পরীক্ষা ছিল। খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসছিলাম; এখন জানতে পারলাম আজ পরীক্ষা হবে না।’

নাদিয়া আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। আজ তার বাংলা পরীক্ষা ছিল; এখন জানতে পারলাম শিক্ষকদের আন্দোলনের জন্যে পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যথাসময়ে পরীক্ষা শেষ না হলে মেয়ের দাদা-নানার বাড়িতেও যাওয়া হবে না।’

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ উপজেলায় ১০১টি বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের কাযক্রম চলমান থাকবে।’

উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন বলেন, ‘আমরা বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কোথাও পরীক্ষা নেয়নি শিক্ষকরা। তারা তাদের দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানো হয়েছে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft