প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯০ জন ও ময়মনসিংহ বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৬ জন পুরুষ ও ১৮১ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৭৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জ/উ