ঢাকার বাতাস ফের ‘খুব অস্বাস্থ্যকর’
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানী ঢাকায় ফের ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, ২৬৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তথ্য অনুযায়ী, একই সময়ে ৫৫৯ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬৭। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২৩৪) এবং ভারতের কলকাতা (২২৮)।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও বাতাসে ধুলিকণার আধিক্যের কারণে ঢাকায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করছে। যদিও কিছুদিন আগে শহরের বায়ুমানে সামান্য উন্নতি দেখা গিয়েছিল, সাম্প্রতিক সময়ে তা আবারও অবনতির দিকে যাচ্ছে।

আরও পড়ুন : লিভার সুস্থ রাখতে যে ৩টি খাবার এড়িয়ে চলবেন

একিউআই সূচক অনুযায়ী, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও বাইরে দীর্ঘ সময় অবস্থান ও ভারী শারীরিক কার্যক্রম সীমিত রাখতে বলা হয়েছে।

পরিবেশবিদদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে রাজধানীর বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft