হাসিনার রায়ে যা বললেন শহীদ রাকিবের মা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৯:৪৫ পিএম

মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের বাবা–মা। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তাদের নিজ বাড়িতে একান্ত সাক্ষাৎকারে তারা এ প্রতিক্রিয়া জানান।

রাকিবুলের মা হাফিজা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এটা আমাদের জন্য স্বস্তির। কিন্তু শুধু রায় ঘোষণা যথেষ্ট নয়। তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর না করা পর্যন্ত আমাদের শান্তি নেই।

আরও পড়ুন- মেহেরপুর হাসপাতালে কনসালট্যান্ট সেজে শিশু রোগী দেখছেন টেকনোলজিস্ট

তিনি আরও বলেন, শুধু একজন নয়, এই গণহত্যায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তবেই আমার ছেলেসহ সব শহীদের আত্মা শান্তি পাবে।

শহীদ রাকিবুলের বাবা আবু বকর সিদ্দিক বলেন, দেশের অসংখ্য পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় ছিল। আজকের রায়ে সেই পথে অগ্রগতি হলো—কিন্তু বিচার তখনই সম্পূর্ণ হবে, যখন সব দায়ী ব্যক্তিকে আইনের মুখোমুখি করা হবে।

পরিবার জানায়, আন্দোলনে যোগ দিতে ঢাকায় যাওয়ার সময় রাকিবুল বলেছিলেন, বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। কিন্তু তাঁর ফেরাটা হয় একটি কফিনে।

আরও পড়ুন- নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্থানীয় বাসিন্দা রজব আলী বলেন, রায় ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ; তবে পুরো বিচার নিশ্চিত না হলে শহীদদের রক্তের মূল্য দেয়া হবে না।

পেশায় প্রকৌশলী রাকিবুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরিবারের দাবি, গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মবলিদান অর্থবহ করতে হলে, এই গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনিয়াইদহ   রায়   মৃত্যুদণ্ড   শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft