হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:৪৯ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ইংল্যান্ড থেকে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার। 

হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যোগ দিতে হলো হামজাকে।

হোম ম্যাচ ছাড়াও হংকংয়ে গিয়েও খেলবে বাংলাদেশ। সেটিও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আগামী ১৪ অক্টোবর সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের পথ ধরার কথা হামজার। এর আগে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলেন। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেন বাংলাদেশে। 

বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে। 

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

জ/উ
আলজেরিয়ার ডাক পেয়েছেন জিদান পুত্র লুকা জিদান

আলজেরিয়ার ডাক পেয়েছেন জিদান পুত্র লুকা জিদান

সম্প্রতি ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। চলতি
এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৯
ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রশ্নে উয়েফার কোর্টে বল ঠেলে দিলো ফিফা

ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রশ্নে উয়েফার কোর্টে বল ঠেলে দিলো ফিফা

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে আক্রমণ চালায় রাশিয়া। তার মাত্র এক সপ্তাহের মাথায় ১
নেইমারবিহীন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, দলে ফিরেছেন ভিনিসিয়ুস

নেইমারবিহীন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, দলে ফিরেছেন ভিনিসিয়ুস

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। ছিলেন না

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এশিয়ান কাপ   ঢাকা জাতীয় স্টেডিয়াম   বাংলাদেশ   হংকং   হামজা চৌধুরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft