এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ পিএম
প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৯ রান, হাতে ২ উইকেট। ম্যাচ যখন পেন্ডুলামের মতো দুলছে তখন দারুণ এক ক্যামিও খেললেন দশ নম্বরে নামা শরিফুল ইসলাম। তার ৬ বলে অপরাজিত ১১ ও নুরুল হাসান সোহানের ২১ বলে ৩৩* রানে ম্যাচের সঙ্গে সিরিজও জিতল টাইগাররা।
শারজায় প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে বাংলাদেশ ২ উইকেটের জয় পায় ৫ বল হাতে রেখেই।
১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন ২৪ রানের মধ্যেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের ৩ ব্যাটার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানকে। তবে আজ ব্যাট হাতে সফল হয়েছেন অধিনায়ক জাকের আলি ও শামীম হোসেন পাটোয়ারি। চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করেন এই দুজন। ২৫ বলে ৩২ রান করে আউট হন জাকের। দলীয় ১০২ রানে শামীম (২২ বলে ৩৩) ফিরলে কিছুটা শঙ্কায় পড়ে বাংলাদেশ
এরপর নাসুমকে নিয়ে ২০ রান যোগ করে বিপদ কিছুটা সামাল দেন সোহান। তবে ১২২ থেকে ১২৯; ৭ রানের মধ্যে নাসুম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন ফিরলে আবারও বাংলাদেশ শিবিরে শঙ্কা জেগে ওঠে। তবে নবম উইকেটে মাত্র ৮ বলে ২১ রানের জুটিতে শঙ্কা উড়ে গিয়ে ম্যাচ ও সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাটিং করে ছোট ছোট সংগ্রহে ১৪৭ রান করে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৩৮ ও রাহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ৩০ রান করেন। এছাড়া সেদিকুল্লাহ আতাল ১৯ বলে ২৩ ও মোহাম্মদ নবি ১২ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেললে লড়াই করার মতো পুঁজি পায় আফগানরা।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেছেন শেষদিকে ব্যাট হাতে ম্যাচ জেতানো শরিফুল। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে দারুণ সফল নাসুম আহমেদও। সমান ওভারে ৪৫ রান দিলেও গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়েছেন রিশাদ।