আলজেরিয়ার ডাক পেয়েছেন জিদান পুত্র লুকা জিদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:১৫ পিএম

সম্প্রতি ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। চলতি মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে ম্যাচের জন্য আলজেরিয়া স্কোয়াডে আছেন তিনি।

২৭ বছর বয়সী এই গোলরক্ষক ফ্রান্সের যুব দলে খেললেও সেখানে নয়, ক্যারিয়ার গড়তে যাচ্ছেন আলজেরিয়ায়। 

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

লুকার দাদা-দাদি অর্থাৎ জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবিলি অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। সেই সূত্রে লুকা আলজেরিয়া জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন।

বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডায় খেলছেন লুকা। তার ডাক পাওয়া ম্যাচ দুটি হবে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে।

ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রশ্নে উয়েফার কোর্টে বল ঠেলে দিলো ফিফা

গ্রুপ ‘জি’-তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আলজেরিয়া। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উগান্ডা থেকে চার পয়েন্ট এগিয়ে আছে তারা। বাকি দুটি ম্যাচের যেকোনো একটিতে জিতলেই ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে আলজেরিয়ার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   ফিফা   আলজেরিয়া   জিদান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft