ধর্ম অবমাননার মামলায় অপূর্ব কারাগারে
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:৫২ পিএম

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আদালতে অপূর্ব পালের বিরুদ্ধে জেল হাজতে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদে সে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত এখনো চলমান এবং প্রয়োজনে ভবিষ্যতে আসামিকে আবার রিমান্ডে নেওয়া হতে পারে। জামিনে মুক্তি পেলে সে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে বলা হয়।

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। পোস্টগুলো ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে লোকজন জড়ো হলে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর করে, পুলিশকেও লক্ষ্য করে আক্রমণ চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপূর্বকে হেফাজতে নেয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক আসিফ বিন আলী জানান, অপূর্ব পাল ওই বিভাগ থেকে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন।

জ/উ
শিগগিরই আ. লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

শিগগিরই আ. লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর
দেড় লক্ষাধিক মামলা নিষ্পত্তি করেছে লিগ্যাল এইড

দেড় লক্ষাধিক মামলা নিষ্পত্তি করেছে লিগ্যাল এইড

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ২৮টি মামলা নিষ্পত্তি করেছে
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে ইসরায়েলি বাহিনীর লঙ্ঘনের অভিযোগগুলো জাতিসংঘের
শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর তৃতীয় দিনের জবানবন্দি আজ

শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর তৃতীয় দিনের জবানবন্দি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft