নতুন নেতৃত্বে ঐতিহ্যবাহী গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগার
মো: মাসুদ রানা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৪:২৭ পিএম

বাংলাদেশের গ্রামীণ জনপদে সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে যেসব প্রতিষ্ঠান ঐতিহাসিক ভাবে কাজ করে আসছে, নাটোরের গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগার তাদের অন্যতম। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। সম্প্রতি জেলা সমাজসেবা অফিস, নাটোরের উপ-পরিচালক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। সহ-সভাপতি মো. নাহিদুজ্জামান সাব রেজিস্ট্রার ডুমুরিয়া খুলনা। যুগ্ম সাধারণ সম্পাদক মো: সবুজ আলী সমাজসেবা অফিসার নবাবগঞ্জ ঢাকা। 

এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-ক্রীড়া সম্পাদক: মো. রমজান আলী,সাংস্কৃতিক সম্পাদক: মো. আমিরুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক: মো. রাশিদুল ইসলাম। সদস্য: প্রভাষক সঞ্জয় গুহ, মো. জিল্লুর রহমান, মো. মহিউদ্দিন বিশ্বাস ও মো. মাহাবুর রহমান। এরা সবাই এলাকার তরুণ প্রজন্মের আইডল। 

উল্লেখ ১৯৩৪ সালে বসন্ত কুমারী দাসীর অনুদানে প্রাপ্ত জমির ওপর কিছু শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিকের উদ্যোগে গুরুদাসপুর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয় (রেজি: নং রাজ-২৩৯/৭৮)। প্রতিষ্ঠার পর থেকে এটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস গড়ে তোলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 তৎকালীন সময়ে এটি ছিল শিক্ষিত যুবকদের আড্ডাস্থল, সাহিত্য আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে এই পাঠাগার সামাজিক পুনর্গঠন ও শিক্ষিত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে।

স্থানীয় প্রবীণ শিক্ষক আব্দুল বারী স্মৃতিচারণ করে বলেন, “৭০-এর দশকে আমরা এখানে বসেই নাটক মঞ্চায়ন করতাম, বই পড়তাম, সমাজের নানা সমস্যা নিয়ে আলোচনা করতাম। তরুণরা এখান থেকেই অনুপ্রাণিত হতো।”

এই পাঠাগারের আলমারিতে এখনও সংরক্ষিত আছে কয়েকশো বই, যেগুলোর অনেকগুলো বিরল সংস্করণ। একসময় গুরুদাসপুরের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত এখানে বই পড়তে আসত। যদিও সাম্প্রতিক সময়ে পাঠাগারের কার্যক্রম কিছুটা শ্লথ হয়ে গিয়েছিল, নতুন কমিটির দায়িত্ব গ্রহণে বই পড়ার সংস্কৃতি আবারও ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

শুধু বই নয়, গুরুদাসপুর ক্লাব ছিল স্থানীয় নাট্যচর্চা, কবিতা আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রাণকেন্দ্র। প্রতি শীত মৌসুমে এখানে নাটকের মঞ্চ হতো, খেলাধুলার টুর্নামেন্ট হতো মাঠে, আর যুবসমাজ সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ করত।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী সঞ্জয় গুহ বলেন, “আমরা চাই এই পাঠাগার আবারও নাটক, সংগীত আর সাংস্কৃতিক চর্চার আসর হয়ে উঠুক। নতুন কমিটি সাংগঠনিকভাবে শক্তিশালী, তাই আশাবাদী।

সভাপতি মো. জুয়েল রানা বলেন, “আমরা চাই এই ক্লাব ও পাঠাগার শুধু ঐতিহ্যের ধারকই নয়, আধুনিক সময়ের সঙ্গেও তাল মিলিয়ে চলুক। তরুণদের তথ্যপ্রযুক্তি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।”

সাধারণ সম্পাদক মো. সবুজ হাসান জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রন্থাগারকে ডিজিটাল সেবা উপযোগী করা। পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম-যেমন দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতামূলক অনুষ্ঠান-নিয়মিত আয়োজন করা হবে।

গুরুদাসপুরের সাধারণ মানুষ নতুন কমিটির অনুমোদনকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় রোজী মোজাম্মেল মহিলা কলেজের শিক্ষার্থী সিথি রানী বলেন, আমরা চাই পাঠাগারে নতুন বই আনা হোক, যাতে আমাদের পড়াশোনায় সহায়ক হয়।

অন্যদিকে সহ সভাপতি নাহিদুজ্জামান  বলেন, এটি আমাদের সামাজিক বন্ধনের জায়গা। তাই এ প্রতিষ্ঠানের পুনর্জাগরণ মানে পুরো এলাকার উন্নয়ন।”

একসময় গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগার ছিল সমগ্র উপজেলার সাংস্কৃতিক হৃদস্পন্দন। নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর অনেকেই বিশ্বাস করছেন, এই প্রতিষ্ঠানটি আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য ও সমাজকল্যাণমূলক কর্মসূচি-সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠতে পারে এলাকার সর্ববৃহৎ সামাজিক প্ল্যাটফর্ম।

নতুন প্রজন্মের জন্য এই পাঠাগার হতে পারে কেবল একটি বই পড়ার ঘর নয়, বরং আলোকিত সমাজ গঠনের এক উন্মুক্ত জানালা।

জ/উ
গুরুদাসপুর থানার ওসি পরিবর্তন

গুরুদাসপুর থানার ওসি পরিবর্তন

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে বদলি করা হয়েছে। তাকে নাটোর পুলিশ অফিসের
আইনশৃঙ্খলা সভায় ওসির ওপর অনাস্থা, প্রত্যাহারের দাবি

আইনশৃঙ্খলা সভায় ওসির ওপর অনাস্থা, প্রত্যাহারের দাবি

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের বিরুদ্ধে মাসিক আইন শৃঙ্খলা সভায় নানা অভিযোগ করা
পাঁচবিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রতিবেশী মোস্তাফিজুর
বড়াইগ্রামে মহাসড়কে কাভার্ড ভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট

বড়াইগ্রামে মহাসড়কে কাভার্ড ভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের আগ্রাণ এলাকায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft