প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে বদলি করা হয়েছে। তাকে নাটোর পুলিশ অফিসের অপরাধ শাখায় সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মো. দুলাল হোসেন, যিনি এর আগে নাটোর সদর কোর্টে কোর্ট পুলিশ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর গুরুদাসপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিকসহ সদস্যরা ওসি আসমাউল হকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন।
বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসে। পরে ২০ সেপ্টেম্বর পুলিশ সুপারের স্বাক্ষরে ওসি বদলির আদেশ বাস্তবায়ন করা হয়।
থানার ওসি পরিবর্তনের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন ওসির দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও সুশৃঙ্খল হবে।