ঘোড়াঘাটে এনজিও প্রতারণা: আটক ১
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্জয়ের নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সময় আনোয়ার হোসেন জুয়েল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন জুয়েলের বাড়ি নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার বইনি এলাকার বাসিন্দা।

কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আনোয়ার হোসেন জুয়েল নিজেকে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) ম্যানেজার বলে দাবি করেন। তবে পুলিশ এই প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা কোনো কর্মকর্তার খোঁজ পায়নি।

ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বললে তাঁরা জানান, বেশ কিছু দিন ধরে জুয়েল উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের লোকজনকে সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে আসছেন। এই প্রলোভনে পড়ে অনেকেই জুয়েলের কাছে ঋণ নেওয়ার জন্য পরামর্শ নিতে আসতে শুরু করেন। এই সুযোগে সদস্য হওয়ার কথা বলে ভর্তি ফরমের মাধ্যমে বেশ কিছু লোকের কাছে টাকা হাতিয়ে নেন জুয়েল এবং চাকুরী দেওয়ার কথা বলে এক মহিলার কাছে টাকাও নেন। পরে স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে জুয়েলকে আটক করে পুলিশে ধরিয়ে দেওয়া দেন।

ঢাকার আবহাওয়া নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

বলগাড়ি বাজারের সরোয়ার টেলিকমের স্বত্বাধিকার সরোয়ার হোসেন জানান, আমাকে ১লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন জুয়েল। এর জন্য তাঁদের এনজিওতে সদস্য হওয়ার জন্য ২০০ টাকা জমা নেন। এভাবে মোটরসাইকেল মেকানিক্স সুমনকে ৩ লাখ, মিষ্টি ব্যবসায়ী জসরতকে ১ লাখ ৫০ হাজার এবং সোহেল নামে এক ব্যবসায়ীকে ১লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে একাধিক লোকের কাছের সদস্য হওয়ার জন্য টাকা নেন। পরে, প্রতারণার বিষয়ে বুঝতে পেরে জরুরি সেবায় ফোন দিয়ে ওই প্রতারককে ধরিয়ে দেই।

রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   দিনাজপুর   এনজিও   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft