ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম

১৫ বছরের কম সবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধে একটি বিল পাশ করেছে ফ্রান্স। সোমবার (২৬ জানুয়ারি) ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বেলিতে এই বিলের পক্ষে সমর্থন দেন আইন প্রণেতারা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

বিলটির সমর্থনে রয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকারনও। বিলটির পক্ষে ভোট পরে অন্তত ১১৬টি। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি পাঠানো হবে উচ্চকক্ষ বা সিনেটে। আইনটি কার্যকর হলে ১৫ বছরের নিচের শিশু কিশোরদের জন্য বন্ধ করে দেওয়া হবে স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রাম কিংবা টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মের ব্যবহার। 

টানা ২ দিনব্যাপী চলমান অধিবেশনের পর বিলটি পাশ হলে এটিকে একটি বিরাট পদক্ষেপ বলে আখ্যা দেন ফরাসী প্রেসিডেন্ট। আগামী সেপ্টেম্বরের আগেই কার্যকর করা হতে পারে নতুন আইনটি বলে জানান তিনি।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল বলেন, তিনি আশা করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সিনেট বিলটি পাস করবে। বিলটি আইনে পরিণত হওয়ার পর বয়সসীমা না মানা বিদ্যমান অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে।

শিশুদের জন্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারে সীমা আরোপের বৈশ্বিক প্রবণতার অংশ হিসেবেই ফ্রান্স এই উদ্যোগ নিয়েছে। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়াতেও একই ধরনের একটি আইন পাস হয়েছিল।

আরও পড়ুন : যথেষ্ট হয়েছে, আর নয়— যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ

আইনটি পাস হলে ফ্রান্সকে বয়স যাচাইয়ের একটি পদ্ধতির বিষয়ে একমত হতে হবে। দেশটিতে বর্তমানে ১৮ বছরের বেশি বয়সীদের অনলাইন পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে বয়স প্রমাণের একটি ব্যবস্থা চালু রয়েছে।

এদিকে ডেনমার্ক, গ্রিস, স্পেন ও আয়ারল্যান্ডও অস্ট্রেলিয়ার দৃষ্টান্ত অনুসরণের কথাটি বিবেচনা করছে। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে জনমত গ্রহণ শুরু করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft