ইসরায়েলি হামলায় আরো ৬৫ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৫৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন। পরিকল্পিত বৃহত্তর অভিযানের আগে ইসরায়েল হামলা জোরদার করায় এসব হত্যাকাণ্ড ঘটছে।

আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ওই স্কুলের আঙিনায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, শেখ রাদওয়ানে একটি ভবনের ওপর দিয়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা উদ্বেগ নিয়ে তা দেখছিলেন। কিছুক্ষণ পর ড্রোনটি একটি বিস্ফোরক নিক্ষেপ করে। এরপরের ফুটেজে লক্ষ্যবস্তুতে ধোঁয়া উঠতে দেখা যায়।

এছাড়া, গাজা সিটির তুফ্ফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো একজন নিহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের এক চিকিৎসা সূত্র জানিয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি যুদ্ধ শেষ করার ইসরায়েলের শর্ত না মানে তবে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে।

জ/উ
কলম্বিয়ায় পৃথক গেরিলা হামলায় নিহত ১৮

কলম্বিয়ায় পৃথক গেরিলা হামলায় নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর দুটি পৃথক গেরিলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং
মালয়েশিয়ায় উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত

মালয়েশিয়ায় উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ
বাংলাদেশীদের তাড়াতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিৎ: ওয়েইসি

বাংলাদেশীদের তাড়াতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিৎ: ওয়েইসি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির মজলিস-ই ইত্তেহাদুল
দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালীতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজা   ফিলিস্তিনি   ইসরায়েল   হামলা   গণহত্যা   পরিসংখ্যান   ভয়াবহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft