গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:০৩ এএম

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা আইপিসি। এরই মধ্যে সেখানে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অভুক্ত রাখায় নিন্দা ও দুর্ভিক্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। 

শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলের অপরাধের পুনরাবৃত্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং জবাবদিহিতা না থাকায় গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”

সৌদি বলেছে, যদি এই ‘গণহত্যার যুদ্ধ’ থামানোর জন্য এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বিবেকের ওপর এটি একটি ‘কলঙ্ক’ হিসেবে থাকবে।

এদিকে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইসিপি বলেছে, গাজা গভর্নরেটের গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে।

আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে তাদের শ্রেণিবিভাগে ‘পঞ্চম ধাপে’ উন্নীত করেছে। যা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। যার অর্থ গাজা সিটি ও আশপাশের এলাকার মানুষ এখন অনাহার এবং চরম দারিদ্রতায় ভুগছেন এবং মানুষ খাওয়ার জন্য কিছুই পাচ্ছেন না।

গাজার সিটির পর দেইর এল-বালাহ এবং খান ইউনুস শহরও একই দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এ দুটি শহরে দুর্ভিক্ষ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। যার অর্থ গাজাজুড়ে ৫ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে থাকবেন।

এছাড়া গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ আইপিসির ‘ধাপ-৪’ এ রয়েছেন। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে আছেন। এই মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ‘ধাপ-৩’ এ আছেন। তারাও খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। এরসঙ্গে সেখানে অবরোধ আরোপ করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এরফলে গাজায় ইতিমধ্যে মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

সূত্র: সৌদি গ্যাজেট

জ/উ
কলম্বিয়ায় পৃথক গেরিলা হামলায় নিহত ১৮

কলম্বিয়ায় পৃথক গেরিলা হামলায় নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর দুটি পৃথক গেরিলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং
মালয়েশিয়ায় উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত

মালয়েশিয়ায় উড্ডয়নের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ
বাংলাদেশীদের তাড়াতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিৎ: ওয়েইসি

বাংলাদেশীদের তাড়াতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিৎ: ওয়েইসি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির মজলিস-ই ইত্তেহাদুল
দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালীতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সৌদি আরব   ফিলিস্তিনি   ইসরায়েল   গণহত্যার যুদ্ধ   আইসিপি   জাতিসংঘ   দুর্ভিক্ষ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft