সর্বোচ্চ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:১১ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৫:২২ পিএম

ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার শিলটনের করা সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ। শিলটন ১৩৮৭ কিংবা ১৩৯০ ম্যাচ খেলা নিয়ে আলোচনা রয়েছে। সে কারণে আরও এক ম্যাচের অপেক্ষা ছিল ফ্যাবিও’র। গতকাল (মঙ্গলবার) রাতে তিনি ১৩৯১তম ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়েছেন। গত শনিবারই তিনি ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার রিও ডি জেনেইরোর মারাকানায় কলম্বিয়ার আমেরিকা দে কালিকে ২-০ গোলে হারানোর ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন।

ফ্লুমিনেন্স এবং ব্রাজিলিয়ান গণমাধ্যম জানাচ্ছে, এখন ফাবিও ফুটবল ইতিহাসে একাই এই মাইলফলকের মালিক। তবে ফিফা বা দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এখনও সেটাকে আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে ঘোষণা করেনি।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে গোল না খেয়ে বেরোনোর পর নিজের কীর্তি নিয়ে ফাবিও বলেছেন, ‘অনেক সময় আমরা এমন একটি বড় অর্জনের গুরুত্ব বুঝতে পারি না, যা এত বছর ধরে টিকে ছিল।’

ফাবিও নিজের পুরো ক্যারিয়ারটা ব্রাজিলেই কাটিয়েছেন। ম্যাচ শেষে তাকে একটি সম্মাননা স্মারকও উপহার দেওয়া হয়।

ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘তার মতো পেশাদারিত্ব ছাড়া কেউ এত ম্যাচ খেলতে পারে না। নিঃসন্দেহে তিনি আরও দীর্ঘ সময় ধরে খেলবেন। তার রেকর্ড ভাঙা অন্য কোনো খেলোয়াড়ের জন্য খুবই কঠিন হবে।’

ফাবিও ২০২৩ সালে ফ্লুমিনেন্সের সঙ্গে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন এবং এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো দলের সদস্যও ছিলেন। তিনি ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রুজেইরোর হয়ে ৯৭৬ ম্যাচ খেলেছেন। তার আগে উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০টি এবং ভাস্কো দা গামার হয়ে আরও ১৫০টি ম্যাচ খেলেছেন।

আমেরিকা দে কালির বিপক্ষে এই ম্যাচটি ছিল ফ্লুমিনেন্সের হয়ে তার ২৩৫তম ম্যাচ। ফাবিও ১৯৯৭ সালে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ঠিক ওই বছর অবসর নেন শিলটন। শিলটন তার ম্যাচসংখ্যা ১ হাজার ৩৮৭ বলে দাবি করেন, কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সেটিকে ১ হাজার ৩৯০ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

জ/উ
বন্ধু মেসির সঙ্গেই অবসরে যেতে চান লুইস সুয়ারেজ

বন্ধু মেসির সঙ্গেই অবসরে যেতে চান লুইস সুয়ারেজ

লিওনেল মেসির সঙ্গে খেলতেই ইন্টার মিয়ামিতে এসেছেন। এবার আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে অবসরের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন
এমি মার্টিনেজকে দলে ভেড়াবে ইন্টার মিয়ামি!

এমি মার্টিনেজকে দলে ভেড়াবে ইন্টার মিয়ামি!

এবার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে নজর দিয়েছে মিয়ামি! কানাডার ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং
ব্রাজিল দলে ফিরছেন নেইমার বাদ পড়ছেন ভিনিসিয়ুস

ব্রাজিল দলে ফিরছেন নেইমার বাদ পড়ছেন ভিনিসিয়ুস

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল ঘোষণা করা হবে আগামী সোমবার। আনুষ্ঠানিক ঘোষণার দেরি থাকলেও
বিসিবিতে যোগ দিতে দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

বিসিবিতে যোগ দিতে দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইংল্যান্ড   সাবেক   ফুটবল   বিশ্বরেকর্ড   কলম্বিয়া   আমেরিকা   ব্রাজিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft