ব্রাজিল দলে ফিরছেন নেইমার বাদ পড়ছেন ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:২৬ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল ঘোষণা করা হবে আগামী সোমবার। আনুষ্ঠানিক ঘোষণার দেরি থাকলেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন নেইমার, আর বাদ পড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র।

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। যেহেতু সেপ্টেম্বরে মাত্র দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই শুধু বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ডাকতে চান না আনচেলত্তি। বিশ্রামেই রাখা হবে তাকে।

গ্লোবো জানায়, আনচেলত্তির প্রাথমিক দলে যারা নিশ্চিতভাবে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার মার্কোস আন্তোনিও (সাও পাওলো) ও দানিলো (বোতাফোগো) এবং ফরোয়ার্ড নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও) ও রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

এবারের দলে সবচেয়ে আলোচনায় আছেন অবশ্য নেইমার। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। এরপর চোটের কারণে দলে ফেরা হয়নি। এবার বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলের এ তারকাকে।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এই দুটি ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জ/উ
বিসিবিতে যোগ দিতে দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

বিসিবিতে যোগ দিতে দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও
খেলা চলা অবস্থায় স্টেডিয়ামে দর্শকের মৃত্যু

খেলা চলা অবস্থায় স্টেডিয়ামে দর্শকের মৃত্যু

ইংলিশ প্রিমিয়ার লিগে স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাইটনের ম্যাচ চলাকালে গ্যালারিতেই মারা গেছেন এক দর্শক।
নেপালকে হারিয়ে টপ এন্ডে বাংলাদেশের প্রথম জয়

নেপালকে হারিয়ে টপ এন্ডে বাংলাদেশের প্রথম জয়

অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে
এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্টেডিয়াম   ব্রাজিল   আমেরিকা   বিশ্বকাপ   বিশ্বচ্যাম্পিয়ন   বলিভিয়া   গ্লোবো   বোতাফোগো   ভাস্কো   সাও পাওলো   সান্তোস   ক্রুজেরিও   রিয়াল মাদ্রিদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft