অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ব্যবহার করায় চটেছেন প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:১২ পিএম

সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তা দিয়ে তিনি এ অভিযোগ করেন। ট্রাভেল ট্রাকারস নামের একটি এজেন্সি তার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের মত করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি।

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই। ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই। কখনো আমাকে এই প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি। তারপরও তারা আমার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্রান্ডিংয়ের কাজে লাগাচ্ছে। তারা যেটা করছে সেটা অনৈতিক।’

প্রতিষ্ঠাটিকে সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনার আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি তো আপনাদের দেইনি। আপনারা এটা করবেন না। এটা ঠিক না। সাবধান হয়ে যান!

প্রভার অভিযোগের পর ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা সোশ্যাল মিডিয়া টিমের বিষয়। তারা বিষয়টি ভালো বলতে পারবে। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

জ/উ
বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় যারা

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় যারা

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ১০ জন সুন্দরী অভিনেত্রীর নাম
বুসান চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

বুসান চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল
ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি

ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে একটু অন্যরকম বলেই বিবেচনা করেন তার ভক্তরা। অভিনয় ও  গ্ল্যামার–দুই দিকেই
এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সামাজিক   অভিযোগ   ট্রাভেল   ভিডিওবার্তা   এজেন্সি   অনৈতিক   প্রশিক্ষণ   সোশ্যাল মিডিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft