শনিবার ৩ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
 

মোহনগঞ্জে নারীকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুট
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ২:০০ পূর্বাহ্ন

নেত্রকোণার মোহনগঞ্জের পৌর শহরে পরিবারের এক নারী সদস্যকে অজ্ঞান করে স্বর্ণ রুপার লুটের ঘটনা ঘটেছে। শিক্ষা জরিপের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে ঢুকে। গৃহীনিকে অজ্ঞান করে চার ভরি স্বর্ণের অলংকার ও পাঁচ ভরি রূপার অলংকার লুট করে নিয়ে গেছে। 

ধারণা করা হচ্ছে তারা অজ্ঞান পার্টির দুই নারী সদস্য।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টা থেকে দেড়টার দিকে পৌরসভার মাইলোড়া ঈশ্বর শাহর বাড়ীর নূরউত্তম রায়ের স্ত্রী সোমা রায় (৩৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সোমা রানী রায় জানান, দুইজন মহিলা একজন একটু বেশি বয়সের আরেকজন একটু কম বয়সের। একজনের পড়নে থ্রী পিছ আরেকজনের পড়নে শাড়ী পড়া ছিল। তাদের বয়স ২৫ থেকে ২৬ বছর হবে। একজন হিন্দু ধর্মের আরেকজন বোরকাপড়া অবস্থায় ছিল। আমি বাসার সামনে ছিলাম তারা আমাকে এসে বলে আমারা শিক্ষা জরিপের তথ্য সংগ্রহ করতে এসেছি। তখন আমার সামনে থ্রী পিছ পড়া নারী তার পড়নের ওড়না যাড়া দেয় সাথে সাথেই আমার চোখের মাঝে আগুনের দোমার মত কি একটি পড়ে যায়। পরে বাসার ভিতরে ঢুকে প্রথমেই আমাকে জিজ্ঞেস করে আপনার কোনো স্বর্ণের জিনিস নেই আমি বলি আছে। তখন তারা বলে কোথায় আমি বলি বালিশের ভিতরে। পরে বালিশটি তারা ছুরি দিয়ে কেটে চার ভরি স্বর্ণের গলার চেইন তিনটি, ছয় জোড়া কানের দুল, দুই জোড়া কানের টানা, হাতের একটি ব্যাসলাইট, গলার একটি নেকলেস, হাতের পলার দুইটি, হাতের বাওতি এক জোড়া এবং পাঁচ ভরি রুপার এক জোড়া নূপুর ও একটি বিসা নিয়ে চলে যায়।

পরে তার ছেলে বাথরুম থেকে এসে দেখে তার মা সোমা রানী রায় অচেতন অবস্থায় পড়ে আছে। পরে ডাকাডাকি করার এক পর্যায়ে অন্য বাসার লোকজন এসে সোমা রানীকে মাথায় পানি দিয়ে সুস্থ করে তুলেন।

নুরউত্তম রায় এর বড় ভাই উত্তম রায় বলেন, আমারা বাড়িতে ছিলাম'না ময়মনসিংহ থেকে এসে দেখি সোমা রানী রায়কে অজ্ঞান করে বালিশ কেটে বালিশের ভিতর থেকে স্বর্ণের অলংকার লুট করে নিয়ে গেছে।
 
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, এটি একটি অনেক বড় ঘটনা। প্রশাসনের উচিত তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা। যাতে পরবর্তীতে এমন ঘটনা আর না ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) মো. রবিউল আওয়াল জানান, খবর পেয়ে ভুক্তভোগীর সোমা রানী রায়ের বাড়ি পরিদর্শন করা হয়েছে।   

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। (এসআই) রবিউল আওয়াল ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোনা   চুরি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft