শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, কারখানটির একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)।

দগ্ধ সাইফুলের বাবা ফারুক আহমেদ জানান, মঞ্জু টেক্সটাইল মিলে অ্যাকাউন্ট অফিসার তার ছেলে। প্রায় দেড় বছর যাবত সেখানে কাজ করেন সাইফুল। আজ মে দিবসে সব কারখানা বন্ধ থাকলেও ওই কারখানাটি খোলা ছিল। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় গিয়েছিল সাইফুল।  

ছেলের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে কারখানায় গিয়ে গেট দিয়ে ঢোকার সময় গ্যাসের প্রকট গন্ধ পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে সাইফুলসহ আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হন। তখন কারখানার কর্মচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন রোগী হাসপাতালে এসেছেন। এদের একজনের শরীরে ২ শতাংশ পুড়ে গেছে। তাকে ছাড়পত্র দেয়া হলেও বাকি তিনজনের শরীরে ৩৪ থেকে ৫৩ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। পাশাপাশি তাদের শ্বাসনালিও দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এই তিনজনকে ভর্তি রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft