শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

চট্টগ্রামে পাহাড় ধসে দুজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

চট্রগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহম্পতিবার (১ মে) বেলা সাড়ে ১০টার দিকে আনোয়ারার কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)। আহতরা হলেন- একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দুজনকে চমেক হাসপাতালে রেফার্ড করে।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চার জনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দুজনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft