শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ঘরবাড়ি ভাঙচুর
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাইকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘরবাড়ি ভাঙচুর, ভীতি ছড়ানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল রোমান সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি পরিবারের দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ গত ১৫ এপ্রিল দুপুরে রূপ নেয় সংঘর্ষে।

সাগরের অভিযোগ, সেদিন দুপুরে একদল দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় দুই ব্যক্তি মো. হারেছ মিয়া ও মো. স্বপন মিয়া। তারা রড, রামদা ও হাতুড়ি নিয়ে ঘরের চালা ও সেমিপাকা দেয়ালে ভাঙচুর চালায়। এ সময় ঘরের মহিলারা ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। হামলায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা ওই জমির রেকর্ডীয় মালিক এবং বহু বছর ধরে সেখানে বসবাস করছেন। একাধিক গ্রাম্য সালিশে পিলার স্থাপন করেও বিরোধের মীমাংসা হয়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় এক আমিন মো. আ. ওহাব পেশাগত দায়িত্বের অপব্যবহার করে বিরোধকে একপক্ষীয়ভাবে প্রভাবিত করেছেন।

অন্যদিকে অভিযুক্ত স্বপন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জমিটি ভুলবশত রেকর্ড হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম।”

এলাকাবাসীর একাংশ জানান, দ্রুত প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য  করেননি।

কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft