বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
 

শিরোপার আরও কাছে বার্সেলোনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

লি লিগায় মায়োর্কার বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতের এই জয়ে শিরোপার লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে টেবিলটপাররা। লিগে আরও মাত্র পাঁচ ম্যাচ বাকি।

আগামী শনিবার কোপা দেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে বার্সা। গুরুত্বপূর্ণ ওই ম্যাচ সামনে রেখে এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে মঙ্গলবার কয়েকজনকে বিশ্রাম দিলেও মায়োর্কার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় হানসি ফ্লিকের দল।

তবে মায়োর্কার গোলকিপার লিও রোমান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বার্সার আক্রমণ প্রতিহত করেন। যে কারণে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বার্সা।

বিরতির পরপরই গোলের খরা কাটায় কাতালানরা। ৪৬ মিনিটে দানি ওলমো বক্সের ভেতরে অল্প জায়গায় বল পেয়ে মায়োর্কার ডিফেন্ডাররা প্রতিরোধ গড়ে তোলার আগেই অতি দ্রুত বাঁ পায়ের শটে বল জালে জড়ান।

এই জয়ে ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। মায়োর্কা ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

ম্যাচ শেষে বার্সেলোনা মিডফিল্ডার গাভি মোভিস্টার প্লাসকে বলেন, ‘তাদের গোলকিপার দুর্দান্ত খেলেছে। আমাদের সুযোগ ছিল, আমরা তা কাজে লাগিয়েছি। এটাই ফুটবল। আমরা চেষ্টায় অবিচল ছিলাম, কঠোর পরিশ্রম করেছি, এগিয়ে গিয়েছি এবং শেষমেশ গোল পেয়েছি। পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি এবং যারা সুযোগ পেয়েছে তাদের জন্য আমি খুব খুশি।’

লা লিগার শীর্ষ গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি চোটের কারণে স্প্যানিশ কাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ মিস করবেন। ফ্লিক এ ম্যাচে শুরু থেকেই বেঞ্চে রেখেছিলেন জুলস কুন্দে, রাফিনহা, পাউ কুবারসি এবং ফ্রেংকি ডি ইয়ংকে।

তরুণ লামিন ইয়ামাল পুরো ম্যাচে বিপজ্জনক ছিলেন। কিন্তু গোলকিপার রোমান তাকে একাধিকবার ঠেকিয়ে দেন। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের তিনটি দুর্দান্ত প্রচেষ্টা ব্যর্থ করেন মায়োর্কা গোলরক্ষক।

ফেরান তোরেস ও এরিক গার্সিয়ার শটও ঠেকান রোমান। ২৮ মিনিটে গাভির একটি ডিফ্লেক্টেড শট পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পর কর্নার থেকে রোনাল্ড আরাউহো সহজ সুযোগ মিস করেন।

মায়োর্কা পাল্টা আক্রমণে কিছু সুযোগ তৈরি করেছিল। হাফটাইমের আগে মাতিও মোরের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ আগামী শনিবার টেবিলের তলানির দল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। এরপর ১১ মে নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে, যা লিগ শিরোপা নির্ধারণকারী ম্যাচে পরিণত হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft