সোমবার ৫ মে ২০২৫ ২২ বৈশাখ ১৪৩২
 

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগে রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মাস্টারকে ও মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টায় মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। অন্যদিকে গতকাল রাত আনুমানিক পৌনে ১২টায়  চকবাজার এলাকায় অভিযান চালিয়ে হাজী আলাউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft