মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 

আর্সেনালের ড্র: অপেক্ষা বাড়ল লিভারপুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

আর্সেনালের এই ম্যাচটির দিকে তাকিয়ে ছিলেন লিভারপুল সমর্থকরাও। ঘরের মাঠে তারা হেরে গেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেতো অলরেডদের। তবে রোমাঞ্চকর এক ড্র অপেক্ষা বাড়িয়েছে লিভারপুলের।

বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। এই ড্রয়ের ফলে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল, যেখানে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৯ (৩৩ ম্যাচে)।

ম্যাচের শুরুতেই (তৃতীয় মিনিটে) জাকুব কিওয়ারের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৭ মিনিটে ইবে’রেচি এজের চমৎকার ভলির মাধ্যমে সমতায় ফিরে আসে প্যালেস।

৪২ মিনিটে লেয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষদিকে বদলি খেলোয়াড় জঁ-ফিলিপ মাতেতার দুর্দান্ত চিপ শটে রোমাঞ্চকর এক ড্র পায় প্যালেস।

এই ড্রয়ের ফলে আর্সেনালের শিরোপা স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলো। লিভারপুল মাত্র এক ধাপ দূরে তাদের গৌরবময় ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft