মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ২ বৈশাখ ১৪৩২
 

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আম্পায়ার সোহেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

কদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া তামিম বর্তমানে অনেকটাই সুস্থ। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্লাব ক্রিকেটে ফের অসুস্থতার খবর। 

আজ বুধবার (৯ এপিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। যেখানে আম্পায়ারিং করার কথা ছিল গাজী সোহেলের। তবে শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয় তাকে। তার পরিবর্তে রিজার্ভ আম্পায়ার বর্তমানে খেলা পরিচালনা করছেন।

আম্পায়ার্স কমিটি সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করায় গাজী সোহেল দ্রুত বিকেএসপির হাসপাতালে যান। সেখানে তার রক্তচাপ ও পালস পরীক্ষা করা হয়। রক্তচাপ স্বাভাবিক থাকলেও পালসের গতি কিছুটা বেশি থাকায় তিনি অস্বস্তি অনুভব করছিলেন। তবে সর্বশেষ খবর অনুযায়ী, গাজী সোহেল এখন ভালো আছেন।

দেশের ক্রিকেটে বেশ পরিচিত মুখ আম্পায়ার গাজী সোহেল। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft