মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ২ বৈশাখ ১৪৩২
 

রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুইটি ম্যাচ ছিল। এক ম্যাচে রিয়ালকে আতিথ্য দিয়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। 

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, বিস্ময়করভাবে এর ১১টিই ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রিয়াল ৯ শটের কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে।

প্রথমার্ধ থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্সেনালে। প্রথম হাফে কোনো গোল না হলেও, পাঁচটি শট নেয় গানাররা। যার চারটি ছিল লক্ষ‍্যে। তবে দ্বিতীয় হাফে আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ৫৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রাইস। যা ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।

৭০তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস। পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই পাননি কোর্তোয়া। ৭৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন মারিনো। ডি বক্সের মাথায় লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার।

যোগ করা সময়ের শেষ দিকে হতাশা প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। আগামী ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft