প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অবৈধ অস্ত্র চোরাকারবারী লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার (১১ এপ্রিল) ভোরে লাল্টুর বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক লাল্টু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।
যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এসময় মেড ইন ইউএসএ লেখা ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সকালেই তাকে অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাসের নামে থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।