প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দিন ধরেই বিশ্ববাজারে অস্থির হয়ে পড়েছিল স্বর্নের দাম। এতে স্বর্নের দামে সৃষ্টি হয় একের পর এক রেকর্ড। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে প্রতি আউন্স স্বর্নের দাম রেকর্ড তিন হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর স্বর্ন বড় দরপতনের মধ্যে পড়েছে।
এক দিনেই প্রতি আউন্স স্বর্নের দাম ৭০ ডলারের ওপরে কমে গেছে।
হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশির ভাগ দেশ ও অঞ্চলের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজারে বেশ অস্থির হয় স্বর্নের দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্নের দাম তিন হাজার ৩৭ ডলার থেকে বেড়ে তিন হাজার ১৬২.৬০ ডলারে উঠে যায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই রেকর্ড দাম স্পর্শ করে স্বর্ন।
অবশ্য এই রেকর্ড দাম স্পর্শ করার পরপরই দরপতনের মধ্যে পড়ে স্বর্ন।
এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স স্বর্নের দাম কমে তিন হাজার ৯০ ডলারে নেমে গেছে। অর্থাৎ এক দিনেই প্রতি আউন্স স্বর্নের দাম ৭২ ডলার কমে গেছে।
এদিকে বিশ্ববাজারে স্বর্নের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। এতে বর্তমানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ন। দেশের বাজারে সর্বশেষ স্বর্নের দাম নির্ধারণ করা হয় ২৯ মার্চ।