প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামীকাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি হতে পারে। এর আগে কোথাও তাপপ্রবাহ চলে যেতে পারে, কোথাও অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।