বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

এবার নানা বাড়িতে বেড়াতে আসা শিশুকে ধর্ষণচেষ্টা, আ. লীগ কর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পরে এ অভিযোগে করা মামলায় ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠয়েছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে বাগানে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহুর তখন পালিয়ে যায়। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, আজ (৮ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft