বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর গুজব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়েছে। 

এ ঘটনায় শিশুটির দুলাভাই ও তার বাবাকে পুলিশ আটক করেছে। 

এদিকে আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।

শিশুর ফুফাতো ভাই শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।

এদিকে শিশুর চাচা বলেন, আমার ভাতিজি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। শনিবার নিজ বাড়ি শ্রীপুর থেকে সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় ঢামেকে নেওয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলায় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। 

অন্যদিকে, মাগুরার পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৮) এবং তার বাবা হিটু মিয়াকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft