প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

যুব উইং গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। শিগগিরই নতুন এই রাজনৈতিক দলের যুব উইং গঠন করা হবে। এরই মধ্যে যুব উইংয়ে যুক্ত হতে আগ্রহীদের যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব উইং) আইনজীবী মো. তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি নিজের ফেসবুক পেজে যুব উইংয়ে যোগদানে আগ্রহীদের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানান।
ওই পোস্টে তরিকুল ইসলাম বলেন, শিগগিরই জাতীয় নাগরিক পার্টির যুব উইং গঠিত হচ্ছে। দেশ গঠনে তরুণদের শক্তি অপরিসীম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে যুব উইং গঠনের উদ্যোগ নিয়েছে।
যুব উইং বাংলাদেশের যুবকদের সংগঠিত করার কাজ করবে জানিয়েছেন নাগরিক পার্টির এই নেতা। তিনি বলেন, দেশ গঠনে যুবক সমাজের যারা এই যাত্রায় যুক্ত হতে চান, তারা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করুন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।