প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (০৭ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করবে তারা।
ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্সরুমে সংবাদ সম্মেলন করবে তারা। এতে সমসাময়িক বিষয়াবলী নিয়ে কথা বলবে ছাত্রদল।
এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে (লিফট-১৫) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার (০৬ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন- যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনে পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে হানিফ খান সজিব লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
প্রসঙ্গত, আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।