প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহছান হাবীব সুমন (৪৫)।
সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে এবং রাত ১টার দিকে চিকিৎসার জন্য যশোর থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহত আহছান হাবীব সুমন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন সোমবার (৩মার্চ) ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। স্টার ফিলিং স্টেশনের সামনে পৌছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আহছান হাবীব সুমনকে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর জানতে পেরেছি তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।