বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার, ৭ গরু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পলাশবাড়ি- আড়গাড়াহাট এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ৭টি গরু উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি আড়গাড়াহাটের কানজু ওরফে কানু, মুসলিমপুরের শরিফুল ইসলাম ও উপর ধোবড়া এলাকার মো. রাকিব।

পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পলাশবাড়ি-আড়গাড়াহাটের কানু ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কানুসহ শরিফুল ও রাকিবকে গ্রেপ্তার করে। তারা ডাকাতি করা গরু কেনাবেচার জন্য ওই বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই-তিনজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৭টি গরু, একটি পিকআপ, একটি সিএনজিচালিত থ্রি-হুইলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজনই এলাকার চিহ্নিত ডাকাত এবং আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ ততোধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft