বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

প্রতিদিনই কে-পপ তারকারা নতুন নতুন মাইলফলক অর্জন করছেন, যা কে-পপ ভক্তদের বেশ আনন্দিত করছে। এবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা নতুন এক ইতিহাস গড়তে চলেছেন। তিনি হতে যাচ্ছেন প্রথম কোরিয়ান শিল্পী, যিনি ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন।

অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজে এ উপলক্ষে বিশাল এক ঘোষণা দেওয়া হয়,যা লিসার ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

পোস্টটিতে বলা হয়েছে, ‘তিনজন বিশ্বখ্যাত তারকা আর এক মহাকাব্যিক অস্কারের মুহূর্ত। এবার ডোজা ক্যাট, ব্ল্যাকপিঙ্কের লিসা এবং রে একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন এই জমকালো উদযাপনে।

অস্কার অনুষ্ঠান সরাসরি দেখুন ২ মার্চ, সন্ধ্যা ৭টায় (ইস্টার্ন টাইম) বা বিকেল ৪টায় (প্যাসিফিক টাইম) এবিসি এবং হুলুতে। এবারের অস্কারে উপস্থাপনায় থাকবেন কনান ও’ব্রায়েন। প্রতিবারের মতো এবারও অস্কারে চমক থাকবে, তাই প্রস্তুত থাকুন।

কোরিয়া টাইমস সূত্রে জানা যায়, এই তিন তারকা তাদের নতুন গান ‘বর্ন অ্যাগেইন’ মঞ্চে পরিবেশন করবেন, যা তাদের প্রথম যৌথ কাজ। এ ছাড়া জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে এবং ব্রডওয়ে তারকা সিন্থিয়া এরিভোও ওই রাতে পারফর্ম করবেন।

২ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান। তবে এবার অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনীত গানগুলো পরিবেশিত হবে না, যা বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য থেকে ব্যতিক্রম হতে চলেছে।

অন্যদিকে, ডোজা ক্যাট ও রের সঙ্গে লিসার নতুন গান ‘বর্ন অ্যাগেইন’ সংগীত জগতে দারুণ সাড়া ফেলেছে। এটি বিলবোর্ড হট ১০০ চার্টে ৬৯ নম্বরে আত্মপ্রকাশ করেছে, যা লিসার একক ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ অবস্থানে থাকা গান। এই গানটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ এর অংশ, যা ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

এ ছাড়া, লিসা সম্প্রতি ‘হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় সিজনের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন।

এদিকে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক ঘোষণা দিয়েছে, এ বছর তারা বিশ্ব সফরে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিসু, জেনি, রোজ এবং লিসা মিলে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় তারা স্টেজে পারফর্ম করছেন, আর স্ক্রিনে ভেসে উঠছে ‘ব্ল্যাকপিঙ্ক ২০২৫ ওয়ার্ল্ড ট্যুর’ লেখা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft