বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

গাইবান্ধায় পরিবেশের ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে আজ বুধবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা শাখারসহ সমন্বয়কারী কাফি ইসরাম লিমন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম জেলা শাখার সহ সমন্বয়কারী রাইয়ান রিফাত, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজসেবক এস.এম মনিরুরজ্জামান সবুজ, গণমাধ্যম কর্মী আরটিভির প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস জুয়েল, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি আতিক বাবু, গাইবান্ধার জেলা জাসদের আহবায়ক গোলাম রব্বানী প্রমূখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইট ভাটায় কাঠ ও কয়লা ব্যাবহার করে ভাটায় ইট পোড়ানোর হচ্ছে। পরবর্তীতে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে  ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও পানি দূষিত হচ্ছে। ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে যা আমাদের মানুষ ও পরিবেশ এর জন্য খুবই ক্ষতিকর।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর সকল অবৈধ ইটভাটা বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft