বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

গাংনীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে নিহত হৃদয় হোসেনের পক্ষের লোকজন। 

আজ বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হৃদয় চরগোয়ালগ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, চরগোয়ল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়ালগ্রামের মাঠের মধ্যে। ৪/৫ দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামের এক ব্যক্তি ট্রাক্টর ট্রলি নিয়ে মাঠে যায়। ট্রলি ঘোরাতে গিয়ে কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙ্গে যায়। গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়ালগ্রামের লোকজন বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এক পর্যায়ে ট্রাক্টর ট্রলির চাবি কেড়ে নেয় চরগোয়াল গ্রামের কয়েকজন। এসময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মিমাংসার আলোচনা চলছিলো। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় চরগোয়াল গ্রামের হৃদয় ও জান্নাত অটোর মালিক জান্নাত আলীসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বামন্দীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষনা করে। এ খবর পেয়ে চরগোয়ালগ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft