রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে বিএনপির নেতাসহ তিনজন গ্রেপ্তার, সড়ক অবরোধ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতাসহ তিনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুরে লালপুর থানার সামনে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করে নেতাকর্মীরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ। 

এর আগে শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার কলোনি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে বিএনপির নেতাকর্মীরা তাদের মুক্তির দাবীতে থানার সামনে বিক্ষোভ করে। এসময় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক বেঞ্চ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুলজ্জামান বলেন, গতরাতে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সকালে তাদের মুক্তির দাবিতে সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সড়িয়ে দিলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিষয়টির সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বর্তমানে যান চলাচলা স্বাভাবিক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft