সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

‘অপারেশন ডেভিল হান্ট’
গত সাতদিনে গ্রেপ্তার ৩৯২৪ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরুর পর গত সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৯২৪ জনকে। গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান ‘ডেভিল হান্টে’ ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫০৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৯৪৮ জন।

প্রসঙ্গত, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft