সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নিহতের নাম শ্রাবণ (২০)। গতকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে সন্ধ্যায় ৭টার দিকে রাণীশংকৈল পীরগঞ্জ মহাসড়কে পুরাতন সেন্টার নামক এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন গুরুতর আহত হয়। 

নিহত শ্রাবণ রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা কলেজ পাড়া এলাকার  মহেন্দ্র সিংহের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি  মুহাঃ আরশেদুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাণীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কে পুরাতন সেন্টার নামক এলাকায় অজ্ঞাত একটি গাড়ি ওই মোটরসাইকেলকে চাপা দেয় এতে গুরুতর আহত চালক শ্রাবণকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  শ্রাবণ মারা যান।  

তিনি আরোও জানান এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft