সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

গোপালগঞ্জে ব্রকোলি চাষ জনপ্রিয় হচ্ছে
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ব্রকোলি চাষ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। নতুন এ সব্জি বাজারের ক্রেতাদের মন জয় করে নিয়েছে। খেতে সুস্বাদু এবং দাম হাতের নাগালে হওয়ায় ব্রকোলি সাধারন মানুষের প্রিয় হয়ে উঠেছে। চলতি বছর গোপালগঞ্জে গ্রীন কার্পেট ও আর্লি গ্রীন জাতের ব্রকোলি চাষ বেশ সফলতা পেয়েছে। লাভজনক হওয়ায় অনেকেই ব্রকোলি চাষে আগ্রহী হয়ে উঠছে।

সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের রীতা কীর্তনীয়া (৪০) নামে একজন জানান তার ১৫ শতাংশ জমিতে এবছর আর্লি গ্রীন জাতের ব্রকোলি চাষ করে তিনি ভালো লাভ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন সন্তোষজনক হয়েছে। ওই পরিমান জমিতে তিনি ২৭০০ পিচ ব্রকোলি চাষ করেন যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ব্রকোলি চাষে তার ব্যয় হয়েছে ২৭ হাজার টাকা। প্রতি পিচ ব্রকোলি তিনি ২০/২৫ টাকা দরে বিক্রি করেন। 

রঘুনাথপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, রঘুনাথপুর ইউনিয়নে এ বছর ৫ একর জমিতে ব্রকোলি চাষ হয়েছে। যারা চাষ করেছে তারা বেশ ভালো লাভ করেছে। এবছর রঘুনাথপুর ইউনিয়নে  ব্রকোলি চাষে কমপক্ষে ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী সম্পৃক্ত ছিলো।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জের মাটি,আবহাওয়া ও পরিবেশ ব্রকোলি চাষের উপযোগী। সেকারনে ব্রকোলি সম্ভাবনাময় শীতকালীন সব্জি হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কমপক্ষে ২০০ চাষী সদর উপজেলায় ব্রকোলি চাষে জড়িত ছিলো। 

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, জেলায় ব্রকোলি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এটি এমন একটি সব্জি যা চাষে কৃষকদের আকৃষ্ট করা খুবই সহজ। লাভজনক, পুষ্টি গুন সম্পন্ন এবং সুস্বাদু বলে ব্রকোলির কদর বাড়ছে। এবছর জেলায় ১০ হেক্টর জমিতে ব্রকোলি চাষ হয়েছে। প্রায় তিনশত কৃষক ব্রকোলি চাষে নিয়োজিত ছিলো। এক হিসাবে জানা গেছে এ বছর জেলায় ৬০ মে.টন ব্রকোলি উৎপন্ন হয়েছে। আগামীতে ব্রকোলি চাষ বৃদ্ধি পাবে বলে আশা করছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft