শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

ওটিটিতে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বি-টাউনে অনেকটাই এখন অনিয়মিত তিনি। তবে ভালো গল্প হলে আবারও নিয়মিত হতে চান এ গ্লামার গার্ল। এবার তাকে প্রথমবারের মতো দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যার এক ঝলক এরই মধ্যে প্রকাশ হয়েছে।

টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ অভিনীত নতুন এ সিরিজে আছেন কেন্দ্রীয় চরিত্রে। এতে চিত্রাঙ্গদাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এ সিরিজের মাধ্যম আমি ওটিটি প্ল্যাটফর্মে ডেব্যু করতে যাচ্ছি, যা আমার জন্য অসাধারণ এক অনুভূতি। এ ছাড়া পরিচালক নীরজ পান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এ অভিজ্ঞতাটি দারুণ। এখন সিরিজটি মুক্তির অপেক্ষায় আছি।’

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। সম্প্রতি সিরিজটির প্রথম টিজার আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছেন সিনেপ্রেমীরা।

নীরজের এ সিরিজে ২০০০ সালের গোড়ার দিকের কলকাতার ছবি, তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পুলিশের টানাপোড়েন ফুটে উঠবে পর্দায়। খাকি: দ্য বিহার চ্যাপ্টারের মতো এটিও একটি ক্রাইম থ্রিলার। গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে কলকাতার অনেক তারকাকে। যাদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত উল্লেখযোগ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft