শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪ ফাল্গুন ১৪৩১
 

কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

আলুর কোল্ড স্টোরেজের ভাড়া কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন সোহাগ, সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান, পৌর আহ্বায়ক কাদের মিয়া সহ বিভিন্ন স্থান থেকে আসা কৃষকেরা মানববন্ধনে অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।

এসময় বক্তারা বলেন, কৃষকের হাট বা বাজারের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্ধ দিতে হবে। প্রতিবছরই আলু চাষে লোকশান গুণতে হয় কৃষকদের সেজন্য কোল স্টোরেজ এ আলুর সংরক্ষনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে যা ৫ টাকা নির্ধারণ করার দাবি জানান তারা। এছাড়া আলু ও পেঁয়াজের কমিশন গঠন, সংসদ এবং জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ শতাংশ এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রাশসকের মাসিক সমন্বয়সভায় কৃষকদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তির দাবি জাননা তারা। 

কৃষকের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারলে কৃষকেরা লোকশানের হাত থেকে রেহায় পাবে বলেও জানান বক্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft