বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪ ফাল্গুন ১৪৩১
 

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে নতুন ছাত্র সংগঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

গতকাল বুধবার নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন করবে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রসংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে থেকে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এদিকে গতকাল মধুর ক্যন্টিনে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন।

তবে আজ দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমকে জানিয়েছেন, তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

আজ সকাল ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৪টায় নতুন দলের সাথে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft