সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

জাস্টিন বিবারের আচরণে উদ্বিগ্ন হেইলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০২ অপরাহ্ন

ভালো নেই কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। বিয়ে বিচ্ছেদের গুঞ্জন যেন তার পিছু ছাড়ছে না। ২০১৮ সালে বিয়ে করা জাস্টিন ও হেইলি দম্পতি এরই মধ্যে এমন গুজবে বেশ অভ্যস্ত হয়ে গেছেন। কয়েক মাস পরপরই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায় বিশ্ব গণমাধ্যমে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিয়ে বিচ্ছেদের গুজবের পাশাপাশি, নেটিজেনরা জাস্টিনের অদ্ভুত আচরণ নিয়েও আলোচনা করছেন এবং তার অস্থির আচরণ ও অভিব্যক্তি ইন্টারনেটে ভক্তদেরও নজর এড়ায়নি, যা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী হেইলি।

হলিউডভিত্তিক একটি গণমাধ্যম থেকে জানা যায়, গত কয়েক সপ্তাহে জাস্টিনের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং হেইলি এই পরিবর্তন নিয়ে বেশ চিন্তিত। বিশেষ করে যখন মানুষ তার ‘অস্বাভাবিক আচরণ’ জনসমক্ষে লক্ষ্য করেছে এবং নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে।

আরও জানা যায়, হেইলি বুঝতে পারছেন না কীভাবে পরিস্থিতি সামলানো উচিত, কারণ বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। জাস্টিন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং হেইলি তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে।

গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, হেইলি পুরো হৃদয় দিয়ে জাস্টিনকে ভালোবাসে, তবে এর মানে এই নয় যে, তিনি সবসময় সুখী থাকেন। এদিকে হেইলির পাশাপাশি জাস্টিনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও জাস্টিনের জন্য উদ্বিগ্ন এবং কীভাবে তাকে সাহায্য করা যায়, তা বুঝতে পারছেন না।

তারা জানিয়েছেন, হেইলির সঙ্গে সম্পর্কের পুরো সময়জুড়ে জাস্টিনকে ওঠানামার মধ্যে দিয়ে যেতে দেখা গেছে। এটি এমন কিছু নয় যা গোপন, কারণ জাস্টিন নিজেও এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

এদিকে সম্প্রতি হেইলির স্কিন কেয়ার ব্র্যান্ড ‘রোড’ নামে একটি পপ-আপ স্টোর চালু করেছিল লস অ্যাঞ্জেলসে, যেখানে সমর্থন জানাতে জাস্টিন উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই তার অস্বাভাবিক ও অস্থির আচরণ লক্ষ্য করা যায় এবং এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বিশ্বজুড়ে মানুষ নানা মন্তব্য করতে থাকে।

বিয়ের পর থেকেই হেইলি ও জাস্টিন বিয়ে বিচ্ছেদের গুজবে জড়িয়ে আছেন। এমনকি তাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পরও এ গুজব থামেনি। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহোৎসব উদযাপন করেন এবং প্রতি বছর বিয়ে বার্ষিকীতে একে অন্যের জন্য হৃদয়স্পর্শী বার্তাও শেয়ার করেছেন।

তবে ধারণা করা হচ্ছে, একাধিক কারণে জাস্টিনের এ অবস্থা। প্রথমত, গায়কের ভয়, সাবেক মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে এই মামলায় ডাকা হয়, তাহলে বিষয়টি তার পেশাগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নেটিজেনরা। আর এ আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে যান এবং অদ্ভুত আচরণ করতে শুরু করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft