বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

কবি হেলাল হাফিজ আমাদের আন্দোলন সংগ্রামের প্রেরণা: অধ্যাপক আবুল কাসেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

বাংলা একাডেমির চেয়ারম্যান ও ইমিরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, কবি হেলাল হাফিজের কবিতা আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা। তাঁর সব লেখা একত্রিত ও তা নিয়ে কাজ করা প্রয়োজন। 

গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের মোহাম্মদ ইয়াহিয়া মিলনায়তনে ‘শিক্ষালোক’ আয়োজিত কবি হেলাল হাফিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিদীপের ভাইস চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের সংগ্রামী তরুণ-যুবকদের ওপর হেলাল হাফিজের কবিতার প্রভাব নিয়ে আলোচনা করেন সাংবাদিক অসীম সরকার, সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ এবং সাংবাদিক ও লেখক আমীন আল রশীদ। 

অনুষ্ঠানের শুরুতে হেলাল হাফিজ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কবিকে নিয়ে লেখা অসীম সরকারের একটি কবিতা পড়েন মাহবুব উল আলম এবং হেলাল হাফিজের ‘একটি পতাকা পেলে’ কবিতাটি আবৃত্তি করেন মিঠুন দেব। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন- শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মীসহ লেখক, শিল্পী ও উন্নয়নকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft