প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব)। আজ রোববার র্যাব এর বিশেষ অভিযানে সকাল সাড়ে নয়টায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বটতলী এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৪৮ ) এবং ভবেন্দ্র চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায়(৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক আমিনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।
অভিযানে শরীরের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে পাচার করার সময় হাতে নাতে দুইজনকে আটক করা হয়। এসময় একটি ১০০ সিসির হিরো মোটরসাইকেল, ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।